Opu Hasnat

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন অর্থ-বাণিজ্য

পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন

 রোববার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। তবে ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৭ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ১০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৫ দশমিক ৬৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ৩২ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪৯ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ২৫ লাখ টাকা। লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৪৬টি, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত আছে ৪৯টি কোম্পানির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬২৯ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০সূচক ৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩ দশমিক ৬৩ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৫৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২০২ দশমিক ১৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৩২ দশমিক ৩৪ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৭ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৬ কোটি ১৫ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৬টি, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত আছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

এই বিভাগের অন্যান্য খবর