Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিল’ পাস আগামী অধিবেশনে অর্থ-বাণিজ্য

‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিল’ পাস আগামী অধিবেশনে

বৃহস্পতিবার রাতে সচিবালয়ে বিলটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে  বেরিয়ে যাওয়ার সময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, এফবিসিসিঅই সভাপতি মাতলুব আহমাদ, ঢাকা চেম্বার সভাপতি হোসেন খালেদ, ‘দি ইনস্টিটিউট অব চার্ট্যার্ড একাউন্টস অব বাংলাদেশ’ (আইসিএবি)-এর সভাপতি মসিহ মালিক চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বিলটি আমিই প্রত্যাহার করেছিলাম। তবে প্রত্যাহার মানে সংসদ থেকে প্রত্যাহার নয়, আলোচনা থেকে প্রত্যাহার। সংসদীয় কমিটিই বিলটি আবার সংসদে উপস্থাপন করবে এবং সেটি আগামী  সংসদ অধিবেশনেই পাস হবে।’

মুহিত বলেন, ‘সংসদীয় কমিটির চেয়ারম্যান আমাকে বলেছেন যে, বিলটি নিয়ে তার কোনো ভিউ নেই। কয়েকজন সদস্য সংশোধনী দিয়েছেন। তারপর এটি পাস হয়েছে। তবে আপনার যদি কোনো বিষয়ে আপত্তি থাকে সেভাবে পাঠান, আমরা সেটাই গ্রহণ করব।’

আইনটি আপনি যেভাবে করতে চেয়েছিলেন, এখন সেভাবেই এটা করা হচ্ছে কি ন। এ প্রশ্নের জবাবে  অর্থমন্ত্রী বলেন, ‘তাদেরও তো কিছু কথা শুনতে হবে। তবে বড় কোনো চাপ ছিল না। এখন বিলটির বিষয়ে কোনো সংশোধনী আনা হলে সেটা নিয়ে সংসদ অধিবেশনেই আলোচনা হবে।’

ঢাকা চেম্বার সভাপতি হোসেন খালেদ বলেন, ‘এফআরএ হওয়াটা আমাদের দেশের জন্য ভাল। বৈঠকে আমরা এর গঠন, এক্সিকিউশন ও এর কন্ট্রোলে কারা কারা থাকবেন সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।’

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “এ আইনের আওতায় একটি ফিন্যান্সিয়াল রিপোর্র্টিং কাউন্সিল গঠন করা হবে। আইন প্রয়োগে এ কাউন্সিলই হবে অভিভাবক। কাউন্সিলে একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য থাকবেন। সার্চ  কমিটির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবেন। চেয়ারম্যানের অধীনে চারজন নির্বাহী পরিচালক থাকবেন। তারাও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচিত হবেন। কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। সরকার গেজেট জারির মাধ্যমে অভিজ্ঞদের নিয়ে ‘আপিল নিষ্পত্তিকারী কর্তৃপক্ষ’ গঠন করবে। কাউন্সিলে চারটি বিভাগ থাকবে। এগুলো হচ্ছে- মানদ- নির্ধারণী বিভাগ, আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগ, নিরীক্ষাচর্চা পুনঃনিরীক্ষণ বিভাগ ও প্রয়োগকারী বিভাগ। এ আইন ভঙ্গের জন্য এক বছর থেকে পাঁচ বছরের কারাদ- এবং অডিটরদের ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর