Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

প্রত্যক্ষদর্শী নাবিলের জবানবন্দি সারাবাংলা

প্রত্যক্ষদর্শী নাবিলের জবানবন্দি

শিশু রাকিব হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নাবিল হোসেন (১০) আদালতে ঘটনার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
 
বুধবার বিকেলে সে মহানগর হাকিমের আদালতে এ জবানবন্দি দেয়।

জবানবন্দিতে নাবিল জানায়, গত সোমবার বিকেলে সে শরীফ মোটরসের সামনে দিয়ে মামার বাসায় যাচ্ছিল। ওই সময় দোকানের মধ্যে রাকিবের মলদ্বারে পাইপ ঢুকিয়ে মেশিন দিয়ে হাওয়া দিতে দেখতে পায়। তখন রাকিব ‘আমারে মাইরো না’ বলে চিৎকার করছিল। এরপর রাকিব বমি করলে গ্যারেজ মালিক শরীফ ও মিন্টু তাকে হাসপাতালে নিয়ে যায়।
 
কেএমপির একজন কর্মকর্তা নাবিলের আদালতে জবানবন্দি প্রদানের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, নাবিলের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। কারণ তার বাবাকে অনেক অনুরোধ করে তাকে আদালতে নেওয়ার ব্যাপারে রাজি করানো হয়। নাবিল নগরীর টুটপাড়া এলাকার নাসেরের ছেলে।
 
প্রসঙ্গত, গত ২ আগস্ট বিকেলে নগরীর টুটপাড়া কবরখানাসংলগ্ন শরীফ মোটরস নামক একটি মোটরসাইকেল গ্যারেজের মধ্যে নিয়ে কিশোর রাকিবের মলদ্বারে কম্প্রেসর মেশিন দিয়ে পেটে হাওয়া দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা গ্যারেজ মালিক ওমর শরীফ ও তার কথিত চাচা মিন্টু খানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।