Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

নানা আয়োজনে চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস পালিত চুয়াডাঙ্গা

নানা আয়োজনে চুয়াডাঙ্গার স্থানীয়  শহীদ দিবস পালিত

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি\ আজ বুধবার ৫ আগস্ট চুয়াডাঙ্গা শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তযুদ্ধ চলাকালীন  জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে পাক বাহিনীর সঙ্গে  সম্মুখ সমরে চুয়াডাঙ্গার ৮জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। 
দিবসটি উপলক্ষে আজ বুধবার  জগন্নাথপুরে আট শহীদের সমাধি (আটকবর) চত্বরে  জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী  লীগসহ সমমনা দলগুলো  নানা কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। 
পতাকা উত্তোলনের পর জাতীয় মুুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক  মফিজুর রহমান সরকার, জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দএবং  মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা শহীদ সমাধিতে পর্যায়ক্রমে পূষ্পমাল্য অর্পণ করেন । 
পুষ্পমাল্য অর্পণ শেষে আটকবর চত্বরে  জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলীর উপস্থাপনায় আলোচনায় অংশ নেন, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু , চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু হোসেন, ডেপুটী কমান্ডার গোলাম মোস্তফা, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস ও সম্মুখ সমরে নিহতদের সহযোদ্ধা আলি আজগার ফটিক। 
১৯৭১ সালের ৫ আগস্টের শহীদেরা হলেন, আবুল কাশেম, হাসানুজ্জামান, রবিউল ইসলাম, তারেক, আফাজ উদ্দিন, কেয়ামদ্দিন, রওশন  ও খোকন।