Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

নরসিংদীতে শামসুল হত্যা মামলায় ৭জনের মৃত্যুদন্ড নরসিংদী

নরসিংদীতে শামসুল হত্যা মামলায় ৭জনের মৃত্যুদন্ড

নরসিংদী জেলার পলাশে চাঞ্চল্যকর শামসুল হক হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

সোমবার বেলা আড়াইটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহীন উদ্দিন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা উল্লেখ করেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মহব্বত আলী মুন্সির ছেলে আব্দুল গাফফার, সিরাজ মিয়ার ছেলে মারফত আলী, মইজ উদ্দিনের ছেলে আলেক মিয়া ও তার স্ত্রী রুপবান, তার ছেলে শরীফ মিয়া ও অপর ছেলে আরিফ মিয়া, মুল্লুক চাঁনের ছেলে তোতা মিয়া। আসামিরা সবাই পলাশ উপজেলার গালিমপুর গ্রামের বাসিন্দা।

এছাড়া সামসুল হকের ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অপরাধে অপর পাঁচজনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না থাকায় ১৩ জনকে খালাস দেন আদালত। নিহত সামসুল হক পলাশ উপজেলার গালিমপুর গ্রামের বাসিন্দা। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন।