Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

হরিণাকুন্ডুতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের আয়োজনে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার, পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, সহকারী কমিশনার ভুমি দিলারা রহমান, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম শওকত হোসেন, জেলা পরিষদ সদস্য আশরাফুল হক জুয়েল ও আলাউদ্দীন আহম্মেদ। 

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, ফলসী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম। সভায় ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ উপজেলার সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক হরিণাকুন্ডু উপজেলার ৫ নং কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে তিনি হরিণাকুন্ডু সরকারী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ইন্টারনেট সপ্তাহ’র উদ্বোধন করেন। 

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের গ্রামীণ জনপদের উন্নয়ন হয়েছে। কৃষি নির্ভর দেশ শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যে স্বয়ং সম্পুর্ন। আমাদের অর্জনকে যেসকল অপশক্তি নষ্ট করছে তাদেরকে প্রতিহত করতে হবে। জঙ্গিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ারও আহবান জানান তিনি।