Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও নরসিংদী

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও

নরসিংদীর সদর উপজেলার গাবতলী মাদরাসার পশ্চিম পাশের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা।

শনিবার (২০ মে) গোপন সংবাদের ভিক্তিতে বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশে বিশেষ ফোর্স নিয়ে এ বাড়িটি ঘেরাও করে রেখেছে। 

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী মোহিন আহমেদের বাড়ি জঙ্গি সদস্যরা বাসা ভাড়া নিয়েছে এ খবর পেয়ে একতলা বাড়িটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।

এ বাড়িটির এক তালা কমপ্লিট অনেকদিন ধরেই দোতলার কাজ বন্ধ রয়েছে। আগে বাড়ির মালিকের পরিবার সদস্যরা এখানেই থাকতেন। তবে একবছর আগে মোহিন আহমেদের স্ত্রীর মৃত্যু হলে পরিবারের বাকি সদস্যরা গ্রামে চলে যান। 

তাদের গ্রামের বাড়ি জেলার রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামে। এরপর বাড়িটি একবার ভাড়া হলেও ৫/৬ মাস আগে সেই ভাড়াটিয়া চলে যায়। তারপর থেকে বাড়িটি ফাঁকাই ছিল। একমাস আগে কেয়ারটেকারের মাধ্যমে তা আবার ভাড়া দেয়া হয়। তবে সে বাড়িতে কারা থাকতো তা বলতে পারছেন না স্থানীয়রা।

এদিকে, র‌্যাব-১১ এর অধিনায়ক লে: কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের জানান, বাড়িটিতে নব্য জেএমবির ৫/৬ সদস্য নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এলে বাড়িটিতে অভিযান শুরু করা হবে।