Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০ ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষে ২ জনের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।  

শুক্রবার সকালে হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নী গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন জানান, দরিবিন্নী গ্রামের আওয়ামী লীগ কর্মী মহসিন আলী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে খায়রুল ইসলামের সমর্থক নিয়ামত আলীকে মারধর করে মহসিন আলীর সমর্থকরা। খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজন লাঠি-সোটা, রামদা, হাসুয়া, ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় দরিবিন্নী গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।