Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

নতুন এডিপি ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা অর্থ-বাণিজ্য

নতুন এডিপি ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা

২০১৭-১৮ অর্থবছরের জন্য ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার।

আজ (১৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে নতুন এই এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রী জানান, নতুন এডিপিতে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়ার লক্ষ্য রয়েছে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১০ হাজার ৭০০ কোটি টাকা। এর বাইরে বিদেশি উৎস থেকে সংগ্রহ করার লক্ষ্য থাকছে ৫৭ হাজার কোটি টাকা। 

এই বিভাগের অন্যান্য খবর