Opu Hasnat

আজ ২৩ ফেব্রুয়ারী শনিবার ২০১৯,

তিন জেলায় বজ্রপাতে নিহত ৯ নওগাঁখাগড়াছড়িব্রাহ্মনবাড়িয়া

তিন জেলায় বজ্রপাতে নিহত ৯

শনিবার বজ্রপাতে নওগাঁয় ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১জন ও খাগড়াছড়িতে ৩জনের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়িতে বজ্রপাতে মা- ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, শনিবার দুপুরে সদরের বটতলী ও ভাইবোনছড়ায় এ এঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মুহাম্মদ আব্দুল হান্নান নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদরের বটতলা এলাকার বাসিন্দা সানু মারমা (২২), ভাইবোনছড়ার বাসিন্দা নেওম্রাসং মারমা (৪৫) ও তার ছেলে থোয়াইপ্রু মারমা (২০)।

এদিকে, নওগাঁর আত্রাই, মহাদেবপুর ও সদর উপজেলায় শনিবার বিকালে বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিক ও এক স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- রাজশাহীর বাঘার থাইয়ের হাট গ্রামের হাতেম আলীর ছেলে রতন ইসলাম (২০) ও একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোহাম্মদ মিলন (২২), নওগাঁ সদর উপজেলার ফতেপুর গ্রামের রমেজউদ্দিনের ছেলে আফজাল হোসেন (৫৫) ও একই উপজেলার শরিফপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও মহাদেবপুর উপজেলার বিরন গ্রামের আসাদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৭)।

নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক এ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের রুস্তমপুরে বজ্রপাতে জালাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে ওই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বীন ইসলাম নিশ্চিত করেছেন।