Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২ নরসিংদী

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার এক ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। নিহতরা হলেন ওই গ্রামের আরুশ আলী ও জয়নাল। দুজনেই সাবেক চেয়ারম্যান হাফিজুরের সমর্থক।

সোমবার (০৮ মে) দুপুরে উপজেলার বাঁশগাড়ীতে বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সাহেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে অন্তত ৩০টি বসত ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউর রহমান জানান, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে সিরাজুল ও হাফিজুরের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। গেল ইউপি নির্বাচনে বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর পরাজিত হওয়ার পর দ্বন্দ্ব প্রকট হয়।

এ নিয়ে গত মাসে দুইপক্ষের সংঘর্ষে এক জন নিহত হয় বলে জানান তিনি।

তিনি বলেন, এর জেরে সোমবার দুইপক্ষ টেঁটা বল্লম, দাসহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংষর্ষে জড়িয়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে জয়নাল ও আরুশ আলী নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

খবর পেয়ে রায়পুরা থানার পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংষর্ঘ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।