Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই ব্রাহ্মনবাড়িয়া

ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার রেলগেট এলাকার একটি মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, সকালে রেলগেট এলাকার হাইওয়ে রাস্তার পাশের মার্কেটের একটি মিষ্টির দোকানে আগুন লাগে। পরে আগুনের শিখা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, অগ্নিকান্ডের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আশুগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।