Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কুমিল্লায় ৩ ভারতীয় নাগরিক আটক কুমিল্লা

কুমিল্লায় ৩ ভারতীয় নাগরিক আটক

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতের সীমান্তবর্তী শংখুচাইল সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১০) সদস্যরা।

গতকাল রোববার বিকেল সোয়া ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিজিবি সূত্র আটকের বিষয়টি জানান।

এর আগে শনিবার সন্ধ্যায় শংখুচাইল বিজিবির বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৬ ৩/৫-এস থেকে বাংলাদেশের ২শ’ গজ অভ্যন্তরে হায়দ্রাবাদ এলাকায় তাদের আটক করা হয়।

আটক হওয়া ভারতীয় নাগরিকরা হলেন- ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার স্বর্বধর্মপুর মিশনের বেলাবর গ্রামের রতন সরকার বিশ্বাসের স্ত্রী চন্দনা সরকার বিশ্বাস (৩২), রতন সরকার বিশ্বাসের ছেলে রজত সরকার বিশ্বাস (১৮) এবং সিপাহীজ্বলা জেলার কলমছড়া থানার বক্সনগরের কলসীমুড়া গ্রামের মৃত আব্দুল হাশেমের ছেলে মো. জমশেদ আলম (২২)।

১০ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে হাবিলদার মো. আনিসুর রহমানের নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করে।

আটক ভারতীয় নাগরিকদের বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।