Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নাটোরে প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্য সেবা ক্যাম্প শুরু নাটোর

নাটোরে প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্য সেবা ক্যাম্প শুরু

নাটোরে প্রসূতি মা ও শিশুদের জন্য দুই দিনের স্বাস্থ্য সেবা ক্যাম্প শুরু হয়েছে। আজ রবিবার মহিলা বিষয়ক অধিদপ্তরের “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল।     নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীদের অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং দেশের উন্নয়নের মূল ধারায় নারীদের সম্পৃক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ ফেরদৌস নিলুফার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু প্রমূখ।     জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায় নাটোর পৌর এলাকার নয়শ’ জন প্রসূতি মাকে গর্ভধারণের পর থেকে দুই বছর পর্যন্ত মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়া তাদের স্বাস্থ্যসেবা প্রদান এবং জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক বিভিন্ন ইস্যুতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যসেবা ক্যাম্পে দুই দিনে ৯০০ জন প্রসূতি মা এবং তাদের শিশুদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হবে।