Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

৭৯টি গ্রামে ৪লাখ ৪০হাজার লোক পানিবন্দী নোয়াখালী

৭৯টি গ্রামে ৪লাখ ৪০হাজার লোক পানিবন্দী

নোয়াখালীর উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বেশ কিছুদিন থেকে অবিরাম বর্ষণ, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব এবং মহুরী নদীর ভাংগন, মেঘনা ও গোমতী নদীর অস্বাভাবিক জোয়ারের কারনে জেলার হাতিয়া, সুবর্নচর ,সদর,সেনবাগ,বেগমগঞ্জ,সোন্ইমুড়ি, ও চাটখিল উপজেলায় ৭৯টি গ্রামের ৪লাখ ৪০হাজার লোক পানিবন্দী হয়ে রয়েছে।
শনিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বলেন, প্রাথমিক প্রতিবেদনে জানা যায় জেলার কৃষিক্ষেত্রে ৪হাজার ৫শত হেক্টর বীজতলা , রোপা আমন ২হাজার ৮শত হেক্টর, ৯শত হেক্টর আউশ এবং ১হাজার ৩শত ৬৫ হেক্টর সবজ্বী, মৎস খাতে ১৯হাজার ৫শত খামার ও পুকুর পানিতে ভেসে গেছে। ১হাজার কি:মি: কাচাঁ-পাকা সড়ক গত কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে পানির নীচে।
এদিকে হাতিয়া,সোনইমুড়ী, সেনবাগ ও বেগমগঞ্জে কয়েকটি আশ্রয় কেন্দ্র অবস্থানরতদের শুকনো ও খিছুড়ী সরবরাহ করছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।