Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

নাটোরের ঢাকা বাসষ্ট্যান্ড স্থানান্তরের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট নাটোর

নাটোরের ঢাকা বাসষ্ট্যান্ড স্থানান্তরের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

নাটোরের ঢাকা বাসষ্ট্যান্ড স্থানান্তরের প্রতিবাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। নাটোর জেলা আইন শৃংখলা কমিটির গত মাসের সভার সিদ্ধান্ত বাস্তবায়ননে শনিবার সকাল থেকে সব ঢাকা কোচ শহরের কানাইখালী এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে আসা বন্ধ করে দেয়া হলে এর প্রতিবাদে ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। বেলা ১০টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নাটোর জেলা বাস-মিনিববাস মালিক গ্রæপের সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান এহিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী, নাটোর জেলা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি আলেম চৌধুরী ও ব্যবসায়ী শামিম চৌধুরী। বক্তারা যে কোন মুল্যে ঢাকা বাসষ্ট্যান্ড কানাইখালীতে রাখার জোর দাবী জানান। দাবী মানা না হলে তারা কঠোর কর্মসূচির হুমকি দেন। এ ব্যাপারে জানাতে চাইলে নাটোর সদরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন, ছাত্র-ছাত্রী ও সাধারন মানুষের চলাচলের কষ্টের কথা বিবেচনা করে গত মাসের নাটোর জেলা আইন শৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত ক্রমে ঢাকা বাসষ্ট্যান্ড শহরের কানাইখালি থেকে হরিশপুরে স্থানান্তরের  সিন্ধান্ত নেয়া হয়েছে।