Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ফেনীতে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত ফেনী

ফেনীতে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত

ফেনীর ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত আনসার সদস্য ল্যান্স নায়েক নওশের আলী ভ্রাম্যমান আদালতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বুধবার মধ্যরাতে ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ তিনজন আহত হয়েছেন।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোর্শেদ জানান, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী বদরপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। তাদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ তিনজন আহত এবং আনসার সদস্য নওশের আলী নিখোঁজ হন। পরে মাদক ব্যবসায়ীরা আনসার সদস্য নওশের আলীকে সীমান্তের ওপারে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে বিএসএফ তার লাশ উদ্ধার করে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, ঘটনাটি নো-ম্যান্স ল্যান্ডে হওয়ায় ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নওশেরের লাশ নিয়ে যায়। তা ছাড়া বিএসএফ একজনকে আটকও করেছে। এ বিষয়ে সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিকেল নাগাল লাশ ফেরত পাওয়া যাবে।