Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সুনামগঞ্জ-২ উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ সুনামগঞ্জ

সুনামগঞ্জ-২ উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনের বাছাই পর্বে ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে  আর অপর ১জন প্রার্থীর দলের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধীত না থাকায় ঐ দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় শহরের মল্লিকপুরস্থ জেলা নির্বাচন অফিসের কনফারেন্স রুমে সকল প্রার্থী ও সমর্থকদের উপস্থিতি মনোনয়নপত্র বাছাই শুরু হয়ে। নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা এস এম এজহারুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা নির্বাচন অফিসার মোঃ সাদেকুল ইসলাম, প্রয়াত সুরঞ্জিত সেনের স্ত্রী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জয়া সেনের পক্ষে দিরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, সতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জাহির আলী, জাসদ(ইনু) সমর্থিত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম ও জাসদ(আম্বিয়া) সমর্থিত প্রার্থী  সালেহীন চৌধুরী শুভ ও জেলা কৃষকলীগের সহ সভাপতি মোঃ নুরুজ্জামান চৌধুরী। এরমধ্যে জাসদ আম্বিয়া) গ্রুপের প্রার্থী সালেহীন চৌধুরী শুভর দল আম্বিয়া গ্রুপ নির্বাচন কমিশনের নিবন্ধীত দল না হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। বাকি ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বাছাইপর্বে নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা জানান। আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।  এছাড়াও প্রতিটি প্রার্থীর অসংখ্যা কর্মী সমথকরা এ সময় উপস্থিত ছিলেন। 

এই বিভাগের অন্যান্য খবর