Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

খাগড়াছড়ির নতুন জেলা প্রশাসকের সাথে সুশীল সমাজের পরিচিতি সভা খাগড়াছড়ি

খাগড়াছড়ির নতুন জেলা প্রশাসকের সাথে সুশীল সমাজের পরিচিতি সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত নতুন জেলা প্রশাসকের সাথে সুশীল সমাজের পরিচিতি সভা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সামাজিক, সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সরকারী-বেসরকারী সংস্থা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় নবনিযুক্ত খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম বলেন, শান্তি, ঐক্য ও প্রগতি, উন্নতির মূল স্তম্ভের চালিকার শক্তি। বাস্তমুখী আচরনে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এর আগে রাংগামাটিতে প্রথম অভিজ্ঞতার অর্জনের পর খাগড়াছড়িতে সরকারের অর্পিত পালন করতে এসেছি। মেলব›দ্ধন মাধ্যমে পাহাড়ী-বাংগালী সম্প্রীতি বজায় রাখার সকলের দায়িত্ব আছে। পৃথিবীতে নানা বর্ণের নানা মতের বৈচিত্র্যময় মানুষের বসবাস। বর্তমান যুগে বিজ্ঞান বলতে বৈচিত্র্যের মাঝে বসবাস গভীরতা হোক। মনের ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, প্রশাসন ক্ষমতা হচ্ছে মনের অনুভুতি। মতের পার্থক্য হতেই পারে কিন্তু দেশের সার্বিক উন্নতির জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে যার যার অবস্থানে দায়িত্ব পালনে পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন, পার্বাত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোস’র্র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এটিএম কাউসার হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট রাজীব হোসাইন, সি: সহকারী পুলিশ সুপার মো: কাদের, সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর সুধীন কুমার চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চূমনি চাকমা, সদর টিএনও এলিন্স শর্মিন, মেয়র রফিকুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্ঠার সদস্য মো: নুরুন্নবী চৌধুরী, প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, চেম্বার অব কমার্স পরিচালক সুদর্শন দত্ত, বাস-মালিক সমিতির সভাপতি এসএম শফি, সমাজকর্মী ধীমান খীসা ও সমাজকর্মী হাজী মো: রফিক।