Opu Hasnat

আজ ৫ জুলাই রবিবার ২০২০,

চুয়াডাঙ্গায় পৃথক অভিযান ইয়াবাসহ ৩ জন আটক চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পৃথক অভিযান ইয়াবাসহ ৩ জন আটক

চুয়াডাঙ্গায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক ২ টি অভিযান চালিয়ে ৮পিস ইয়াবা ও ৮লিটার তাড়িসহ অপু খান (৩০), ওহিদ মালিতা (৩৮) ও স্বপন জোয়ার্দ্দার (৩৩) নামে ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার বার দিনগতরাতে থেকে বুধবার সকাল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এদের আটক করা হয়। 
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে আলমডাঙ্গার থানার এসআই টিপু সুলতান সঙ্গীয় ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানা পাড়া এলাকা থেকে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের দিপু খানের ছেলে অপু খানকে ৮ পিস ইয়াবাসহ আটক করে। এর আগে রাত ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার জাফরপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত শহীদ উদ্দীনের ছেলে ওহিদ মালিতা ও মৃত ফয়েজ উদ্দীনের ছেলে স্বপন জোয়ার্দ্দারকে ৮লিটার তাড়িসহ আটক করে।
সংশ্লিষ্ট থানা ওসিরা জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে।