Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

আখেরী মোনাজাতে শেষ হলো সুনামগঞ্জের তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা সুনামগঞ্জ

আখেরী মোনাজাতে শেষ হলো সুনামগঞ্জের তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা

সুনামগঞ্জে লাখো মুসল্লির অংশগ্রহনে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রায় ১৫ লক্ষাধীক মুসল্লি। ইজতেমা ময়দানে শেষ দিনে  আখেরী মোনাজাতে অংশ নিতে বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে তাবলীগ জামাত হয়ে সুরমা নদীর পাড়ে জড়ো হয়েছিলেন লাখো মুসল্লি। 

শনিবার দুপুর ১২ টায় আখেরী মোনাজাত অনুষ্টিত হয়। এসময় মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দান ছাড়া আশপাশের রাস্তা বাড়ি ঘর সহ প্রত্যেক জায়গা থেকে মুসল্লিরা মোনাজাতে অংশ নেয়। মানুষের সকল পাপ অনাচার মুক্তি আর ইসলামের দাওয়াত পৌছে দিতে এবং দেশ জাতির কল্যনে মোনাজাত করা হয়। 

বুহস্পতিবারে শুরু হওয়া তিনব্যাপী এবারের ইজতেমায় দেশ-বিদেশ থেকে মোট ৪৩৮৮টি তাবলীগ জামাত অংশ নিয়েছেন। 

আয়োজক কমিটির প্রধান মাওলানা আনোয়ার মোসাইন জানান, মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির সমাগম হয়েছে। এবছর ১২লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন ছিলো। গত দুইদিনের মত আজকেও শান্তিপূর্ণভাবে লাখো মুসল্লি জমায়েত হয়েছেন। সেই সাথে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ মোট ৪৩৮৮টি জামাতে ১২লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন। আগামীতেও আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হবে।

এই বিভাগের অন্যান্য খবর