Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৩,

ব্রেকিং নিউজ

জামালপুরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার জামালপুর

জামালপুরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুর থেকে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার  করেছে পুলিশ।

নিহত সুমেদ আলী (৫৫) জিগাতলা গ্রামের বাসিন্দা ও কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

ইসলামপুর থানার ওসি দ্বীন-ই-আলম জানান, বুধবার সকালে উপজেলার কুলকান্দি ইউনিয়নের বরুল গুচ্ছগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বুধবার সকালে সুমেদ আলীর লাশ মাটিতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

“তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে রাতের কোনো একসময় হত্যা করে লাশ এখানে এনে ফেলে গেছে।”