Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

চুয়াডাঙ্গর দামুড়হুদায় জাতীয় মৎস সপ্তাহর ২০১৫ উদ্বোধন কৃষি সংবাদচুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গর দামুড়হুদায় জাতীয় মৎস সপ্তাহর ২০১৫ উদ্বোধন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে জাতীয় মৎস সপ্তাহ উদযাপনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস কর্মকর্তার নেতৃত্বে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে স্থানীয় অডিটরিয়াম হল চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে দামুড়হুদা অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মওঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন,দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান,দামুড়হুদা উপজেলা আঃ লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন, উপজেলা আঃ যুগ্ন-সাধারন সম্পাদক,পারকৃষœপুর মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, উপজেলা আঃ যুগ্ন-সাধারন সম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আঃ আজিজ, দামুড়হুদা ইউনিয়ন আঃলীগের সভাপতি সহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা সমীর কুমার সরকার। মৎস জীবিদের মধ্যে বক্তব্য রাখেন, দামুড়হুদার রাইসার বিল কমিটির সভাপতি মোহাম্মদ আলি, দামুড়হুদা উপজেলা আঃলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, আঃ আজিজ প্রমুখ।
আলোচনা সভা শেষে দুপুরে দামুড়হুদার সুবোলপুর আশ্রয়ন প্রকল্পের পুকুরে বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মওঃ আজিজুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার ফরিদুর রহমান,উপজেলা কৃষি অফিসার সুফি মোঃ রফিকুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল উপজেলা মৎস কর্মকর্তা সমীর কুমার সরকার ও প্রনিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, সহ-কারি মৎস অফিসার আযুব আলি।