Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

নাটোরে বড়াল বার্তা সম্পাদকের মুক্তির দাবিতে মানব বন্ধন মিডিয়ানাটোর

নাটোরে বড়াল বার্তা সম্পাদকের মুক্তির দাবিতে মানব বন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া সাপ্তাহিক বড়াল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম রনো’র মুক্তির দাবিতে মানব বন্ধন করেছে বড়াল বার্তা পরিবার ও এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার বিহারকোল মোড় বাজারে বড়াল বার্তার অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানব বন্ধন বরা হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে এস এম রনোর মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানব বন্ধনে বড়াল বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারন সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলম মাসুম, বড়াল বার্তার স্টাফ রিপোর্টার আফরোজ্জামান নিপুন ও মশিউর রহমান মানিক। বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শুকুর আলীর ছোট ছেলে মেহেদী রিসাত তার ফেসবুক আইডিতে বড়ালবার্তা পত্রিকা ও পত্রিকার সম্পাদক উপজেলার মাড়িয়া গ্রামের মৃত এস এম হাবিবুর রহমানের ছেলে এস এম রনোর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্ট্যাটাস পোষ্ট করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এস এম রনো বাদী হয়ে মেহেদী রিসাত কে আসামি করে আদালতে মামলা করেন। ওই মামলার জের ধরে গত ১৩ জুলাই সন্ধ্যায় দুপক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে সে ঘটনায় রেজাউল ইসলাম শুকুর বাদী হয়ে সম্পাদক রনো কে আসামী করে বাগাতিপাড়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় গত ২৩ জুলাই বৃহস্পতিবার এস এম রনোকে পুলিশ গ্রেপ্তার করে।