Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সুনামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরের মাছ লুটতরাজের অপচেষ্টা সুনামগঞ্জ

সুনামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরের মাছ লুটতরাজের অপচেষ্টা

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরের মাছ লুটতরাজের অপচেষ্টার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। 

জানা যায়, হাসাউড়া মৌজার ৯৯ খতিয়ানের ১০০২ নং দাগের মোট ৪ একর ২৯ শতক জায়গার মধ্যে ২ একর ৩০ শতক জায়গা জুড়ে গ্রামের ঐ পুকুরটি অবস্থিত। বর্ণিত পুকুরের জায়গার রেকর্ডীয় মালিক হাসাউড়া নিবাসী জামিনি কুমার দেব এর স্ত্রী সুরুচিবালা দেব এর কাছ থেকে ২৯/৫/১৯৭২ইং তারিখে ৪৯৭১ নং রেজিস্ট্রি দলিলমূলে ঐ পুকুরের জায়গা ক্রয় করেন হাসাউড়া নিবাসী সাবেক মেম্বার অরুন তহবিলদারের পিতা অমূল্য তহবিলদার ও অক্ষয় তহবিলদার ভ্রাতাগং। পিতার উত্তরাধিকারী হিসেবে গত ৪০ বছর যাবৎ পুকুরটির ভোগদখল করে যাচ্ছেন অরুন তহবিলদার। কিন্তু প্রতিপক্ষ চন্দন দেব ও তার ভ্রাতাগন বিভিন্ন সময়ে বর্ণিত পুকুরের মাছ লুটতরাজে লিপ্ত হলে অরুন তহবিলদার গত ১১/৮/২০১৬ইং তারিখে একই গ্রামের মৃত পূর্ণচন্দ্র দেবের পুত্র চন্দন দেব ও তার ভ্রাতাদের বিরুদ্ধে আদালতে ৯৭/২০১৬ নং স্বত্ত মোকদ্দমা দায়ের করেন। মামলায় বিজ্ঞ আদালত বিবাদী চন্দন দেবগংদের বিরুদ্ধে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞাদেশ প্রদান করেন। কিন্তু চন্দন দেবগং আদালতের নিষেধাজ্ঞাদেশ অমান্য করে গত এক সপ্তাহ যাবৎ পুকুরের মাছ লুটতরাজের চেষ্টা করেন। ১৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় প্রকাশ্য দিবালোকে পুকুরের মাছ লুটতরাজের উদ্যোগ নিলে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে চন্দন দেব ও তার ভাইদেরকে আদালতের নিষেধাজ্ঞাদেশ এর আলোকে পুকুরের মাছ লুটতরাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ প্রদান করেন দর্প গ্রামের ইউপি সদস্য আরব আলী। বর্তমানে ক্ষমতার দাপট ও আদালতের নিষেধাজ্ঞাদেশ এর বিরুদ্ধে থানায় কাউন্টার মিথ্যা অভিযোগ দায়েরের মাধ্যমে চন্দন দেব ও তার ভাইয়েরা একই কায়দায় বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞাদেশ অমান্য করে পুকুরের মাছ লুটতরাজের অপচেষ্টা করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে মোড় নেয় সেদিকে দৃষ্টি এখন সকলের।

এই বিভাগের অন্যান্য খবর