Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পাইকগাছায় চাঁদার দাবীতে মৃত মুক্তিযোদ্ধার লীজ ঘেরে হামলা খুলনা

পাইকগাছায় চাঁদার দাবীতে মৃত মুক্তিযোদ্ধার লীজ ঘেরে হামলা

পাইকগাছার পল্লীতে চাঁদার দাবীতে মৃত মুক্তিযোদ্ধার মৎস্য লীজ ঘেরে হামলা, মারপিট, লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাদী হয়ে থানায় ৩ জনের নামে অভিযোগ দায়ের করেছে। 

থানার অভিযোগ সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা এটিএম শাহারাবুল ইসলামের কড়ুলিয়া মৌজায় প্রায় ১৭ বিঘা জমিতে একটি মৎস্য লীজ ঘের রয়েছে। শনিবার সকালে গোপালপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে নিজাম সরদার, হাফিজ সরদার ও পৌর সদরের ৬নং ওয়ার্ডের নজরুল বিশ্বাসের ছেলে ইব্রাহিম খলিলসহ ৮/১০ জন অজ্ঞাত ব্যক্তি ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে মৎস্য লীজ ঘেরে হামলা চালায়। ঘেরের পাহারাদার তৈয়েবুর গোলদার চাঁদা দিতে অস্বীকার করায় তারা ঘেরে ভাংচুর ও লুটপাট করতে থাকে। তৈয়েবুর ও অন্য পাহারাদার মিন্টু গোলদার বাঁধা দিলে তাদেরকে বেদম মারপিট করে ঘের হতে নগদ সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুটপাট করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে পাইকগাছা থানায় নিজাম, হাফিজ, ইব্রাহিম সহ ৮/১০ জন অজ্ঞাত ব্যক্তির নামে অভিযোগ দাখিল করেছে।