Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

নোয়াখালীতে ভারি বর্ষণে জলাবদ্ধতা, জনদুর্ভোগ নোয়াখালী

নোয়াখালীতে ভারি বর্ষণে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

ভার বর্ষণে নোয়াখালী জেলা শহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে। এতে দুভোর্গে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী, দিনমজুর ও ব্যবসায়ীরা।

জেলা জামে সমজিদ সড়ক, সার্কিট হাউজ সড়ক, ইসলামীয়া সড়ক, কৃষ্ণরামপুর রেসিডেনসিয়াল স্কুল সড়ক, নোয়াখালী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ সড়কে পানি উঠে গেছে। 

জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. আসাদ উল্লা জানান, গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এছাড় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দোকানপাট, সরকারি অফিস ও সরকারি আবাসিক এলাকায় বাসাবাড়ির সামনে হাটুপানি জমে আছে। শহরের সোনাপুর, দত্তেরহাট এলাকা এবং জেলা সদরের কাদিরহানিফ, অশ^দিয়া, বিনোদপুর ইউনিয়নেরর বিভিন্ন স্থানে কাঁচা সড়ক ও মৎস্য খামার ভারি বর্ষণে তলিয়ে গেছে। জলাবদ্ধতার জন্য খাল দখল ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।