Opu Hasnat

আজ ১৫ জুন শনিবার ২০২৪,

গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আজ (২৫ জুলাই) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি মোড়ে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।

কাশিয়ানি থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানি মোড় এলাকায় ব্যাসপুরি থেকে গোপালগঞ্জগামী সাগর পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে কালনা ঘাট থেকে মাওয়াগামী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও ৬ জন মারা যায়। এ ঘটনায় আহত ৩ জনকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

এই বিভাগের অন্যান্য খবর