Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ে ৭৫ বছর পুর্তি ও হীরক জয়ন্তী পালন সুনামগঞ্জ

সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ে ৭৫ বছর পুর্তি ও হীরক জয়ন্তী পালন

সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৫ বছর পুর্তি ও হীরক জয়ন্তী উপলক্ষে দুইদিনব্যাপী বণার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায়  স্কুল প্রাঙ্গন থেকে  থীম সংগীত পরিবেশন করে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঐ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুনামগঞ্জ -মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা এমপি এডভোকেট শাসছুন্নাহার বেগম (শাহানা রব্বানী)’র সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্রী সঞ্চিতা চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ সুপ্রিমকোর্ট,  হাইকোর্ট বিভাগের বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। 
 
প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ উপবৃত্তির টাকা প্রদানসহ দেশ শিক্ষাক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত লোক তৈরী হচ্ছে। তিনি বলেন সুনামগঞ্জ সরকারি সতীশ টন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৫ বছর পুর্তি তার উদাহরণ। এই প্রতিষ্ঠান থেকে অনেক মানুষ সুশিক্ষিায় শিক্ষিত হয়ে আজ দেশ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরো উজ্জল করতে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হওয়ার আহবান জানান।

 

এই বিভাগের অন্যান্য খবর