Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

নরসিংদীতে বৃক্ষ মেলার উদ্বোধন কৃষি সংবাদনরসিংদী

নরসিংদীতে বৃক্ষ মেলার উদ্বোধন

নরসিংদী জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তর কর্তৃক শুক্রবার ৭দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। 

নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড মোঃ রেহান উদ্দিন। 

নরসিংদী জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোঃ লতাফত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান মেলায় আগত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি এসময় বলেন, আমরা যদি সম্পদের সুষ্ঠ্য ব্যবহার করি এবং আমাদের আশপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করি তাহলে বিদেশী ফলের প্রভাব কমে আসবে। মেলা থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা ক্রয় করে বাড়ির খালি জায়গায় রোপন করার জন্য দর্শকদের প্রতি আহবান জানান। 

বিভিন্ন এলাকা থেকে ফুল, ফল ও কাঠ জাতীয় গাছের চারা নিয়ে প্রায় ৪০টি স্টল মেলায় অংশ গ্রহন করেন।

এসময় বিভাগীয় বন কর্মকর্তা হুসাইন মুহাম্মদ নিশাদ এবং নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হাইসহ বিভিন্ন উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।