Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযান অব্যাহত

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা নোয়াখালী

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নোয়াখালী জেলা শহর মাইজদী, সোনাপুর, চৌমুহনী, মাইজদী নতুন বাসষ্ট্যান্ড ও সোনাইমুড়িসহ জেলার বিভিন্ন স্থান থেকে ঢাকা-চট্টগ্রামগামী দুর পাল্লার ও আন্ত: যাত্রীবাহী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে ঈদের আগ থেকে শুক্রবার পর্যন্ত নির্ধারিত ভাড়ার চেয়ে ১৫০/২০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে দেশব্যাপি ভ্রাম্যমাণ আদালতে অংশ হিসাবে নোয়াখালী জেলা প্রশাসন ঈদের আগ থেকে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছে। এরই আলোকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বুধবার বিকালে মাইজদী-সোনাপুর থেকে ঢাকাগামী একুশে পরিবহন এবং চট্টগ্রামগামী রেসালাহ্ সার্ভিস সহ ৪টি কাউন্টারে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কুমার পাল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের আগ থেকে এখন পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে অদ্যাবধী থাকবে।

নোয়াখালী জেলা বিআরটিএ পরিদর্শক সালেহ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ অভিযান অব্যাহত থাকবে।