Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

রাজধানীতে গাড়ী চাপায় দুই নারী নিহত ঢাকা

রাজধানীতে গাড়ী চাপায় দুই নারী নিহত

রাজধানী ঢাকার শাহাবাগ এলাকায় একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ফুটপাতে থাকা দুই নারী নিহত হয়েছেন। নিহত দু’জন হলেন হাসিনা (৩০) ও শাহেরা (৪০)।

সোমবার (০৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহাবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কালো রংয়ের একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে উঠে গেলে ঘটনাস্থলে হাসিনা নিহত হন। এতে আহত হন সাথিয়া ও শাহেরা নামে অপর দুই নারী। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শেষ রাতের দিকে শাহেরাকে মৃত ঘোষণ‍া করেন।

আহত সাথিয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে।