Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

আ’লীগের ২ চেয়ারম্যান প্রার্থী ইমন’র গণসংযোগ ও মুকুট-চঞ্চলা’র মতবিনিময় সুনামগঞ্জ

আ’লীগের ২ চেয়ারম্যান প্রার্থী ইমন’র গণসংযোগ ও মুকুট-চঞ্চলা’র মতবিনিময়

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী ও সর্মথকরা দুই ভাগে বিভক্ত হয়ে দুই প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে কি ভোট প্রার্থনা করছেন । আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম.এনামুল কবীর ইমন জেলার বিভিন্ন উপজেলায় তাদের কর্মী সর্মথকদের নিয়ে পৃথক পৃথক ভাবে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভা করে যাচ্ছেন। অপরদিকে আরেক চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী কর্মজীবিলীগের সহ মহিলা বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী চঞ্চলা রানী দাস দিনব্যাপী জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মনবিনিময় সভা করেছেন। 

তারই অংশ হিসেবে গতকাল রবিবার সকালে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রসাশক ব্যারিষ্টার এম.এনামুল কবীর ইমন ধর্মপাশায় মতবিনিময় সভায় যাওয়ার পথে জামালগঞ্জ সাচনা বাজারে নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করেন। এ সময় সফর সঙ্গী ছিলেন জেলা আ’লীগ নেতা এড. নান্টু রায়, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা নেতা উজ্জল দাস, যুবলীগ নেতা গৌতম বনিক, আ’লীগ নেতা আসাদ আল আজাদ, যুবলীগ নেতা তোফাজ্জাল হোসেন প্রমূখ।

অপর দিকে জেলা পরিষদের নির্বাচনে জামালগঞ্জের তিনটি ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী অপর প্রার্থী নূরুল হুদা মুকুট নির্বাচনী প্রচারনায় বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় করেন। রবিবার প্রথমে ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দুলাল মিয়ার সভাপতিত্বে ইউপি কার্যালয়ে তার সকল সদস্য ও সদস্যার সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী  নুরুল হুদা মুকুট। ভীমখালীর প্রচার অভিযান শেষে দুপুরে ফেনারবাক ইউনিয়নের জামালগঞ্জস্থ অস্থায়ী কার্যলয়ে ইউনিয়নের চেয়ারম্যান করুণা সিন্দু তালুকদারের সভাপতিত্বে সকল ইউপি সদস্য সদস্যাদের নিয়ে নির্বাচনী প্রচারনায় ভোট প্রার্থনা করে মতবিনিময় করেন। বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলামের সভাপতিত্বে ইউপি সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় করেছেন।

মুকুটের নির্বাচনী সভায় অংশ নেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জেলা আ:লীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, শংকর কান্তি দাস, তাহিরপুর উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক অমল কর, উপজেলা আ:লীগের সহসভাপতি ও উপজেলা আ’লীগের সহসভাপতি দিজেন্দ্র লাল দাস, প্রচার সম্পাদক অসীত রায় চৌধুরী, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাস, জেলা যুবলীগের সদস্য এড: কল্লোল তালুকদার চপল, উপজেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক এড: আব্দুল খালেক, ভীমখালী ইউনিয়ন আ:লীগের সভাপতি আখতারুজ্জামান শাহ, সাধারন সম্পাদক আব্দুল কাদির, ফেনারবাক ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য অজিত সরকার, জামালগঞ্জ সদর ইউনিয়ন আ:লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন,যুগ্ম আহবায়ক মনসুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনফর আলী টুক, ইউপি সদস্য জিয়াউর রহমান, গোলাম হোসেন, তহুর মিয়া, জিল্লুর রহমান প্রমুখ। 

অপরদিকে রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামী কর্মজীবিলীগের সহ মহিলা বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী চঞ্চলা রানী দাস দিনব্যাপী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল আক্তারের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হীরা মিয়া, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল আহমদ, ৪নং ওয়ার্ডের মোঃ সজিাত মিয়া, ৮ নং ওয়ার্ডের মোঃ ইকবাল হোসেন এবং  ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডের মোছাঃ রাপিয়া বেগম, ২নং এর মোছাঃ মান্তনা ইসলাম, ৩নং ওয়ার্ডের মোছাঃ সাকিরুন বেগম ও রানিয়া বেগম প্রমুখ। 

এই বিভাগের অন্যান্য খবর