Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

জাপানে ৭ দশমিক ৩ মাত্রার ভ‍ূমিকম্প আন্তর্জাতিক

জাপানে ৭ দশমিক ৩ মাত্রার ভ‍ূমিকম্প

জাপানের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে।

স্থানীয় সময় আজ (২২ নভেম্বর) ভোর ৬টায় এ ভূমিকম্প আঘাত হানে। জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস বলছে, ফুকুশিমা উপকূলে সৃষ্ট এ ভূমিকম্পের গভীরতা ছিলো ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

ঘটনার পরপরই ফুকুশিমাসহ পূর্ব উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা করা হচ্ছে। তাই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।