Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মাগুরায় নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষন কৃষি সংবাদমাগুরা

মাগুরায় নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষন

উচ্চ ফলনশীল জাতের পাট চাষ, বীজ উৎপাদন ও পচনের ওপর একদিনের কৃষক প্রশিক্ষন মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।

পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় এ বিষয়ক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে। প্র্রশিক্ষনের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এ টি এম ওহাব। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর, পাট অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. শেখ মুহম্মদ রেজাউল ইসলাম। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উলে¬খিত প্রকল্পের উর্ধ্বতন সহকারি প্রকল্প পরিচালক কৃষিবিদ মরিয়ম বেগম। প্রশিক্ষণ দেন মাগুরা কৃষি স¤প্রসারণের প্রশিক্ষন কর্মকর্তা সোহরাব হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত চক্রবর্তী, পাট অধিদপ্তর যশোর অঞ্চলের সহকারি পরিচালক মিজানুর রহমান। প্রশিক্ষণে প্রায় দুইশত নির্বাচিত পাট চাষী অংশ নেন।

প্রশিক্ষণে জানানো হয়, এই প্রকল্পের আওতায় ফরিদপুর অঞ্চলের ১৫ উপজেলার ১৫ হাজার পাটচাষীকে পাট উৎপাদনে সহায়তা করা হচ্ছে। যার ফলে ১৫ হাজার হেক্টর জমিতে ৯০ হাজার বেল মান সম্পন্ন পাট উৎপাদিত হচ্ছে। এছাড়া ২৫০ জন চাষীর মাধ্যমের ৫০ একর জমিতে উন্নত পাট বীজ উৎপন্ন হচ্ছে। যা ভারতীয় পাটবীজের প্রভাব মুক্ত করতে ভুমিকা রাখছে।