Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মন্দির থেকে রাধা-কৃষ্ণ মূর্তি চুরি নীলফামারী

মন্দির থেকে রাধা-কৃষ্ণ মূর্তি চুরি

নীলফামারী জেলার চিলাহাটি কামাড়পাড়া প্রাচীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির থেকে মূর্তিসহ মূল্যবান দ্রবাদী চুরি গেছে। বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরের তালা খুলে রাধা-কৃষ্ণের পিতলের ২টি মূর্তি, শালগ্রাম শিলা ১টি স্বর্ণের মুকুট ও গলার হাড় ২ ভোরী,রুপার কৃষ্ণের বাশিঁ ও পাদুকা ২ ভোরী কষ্টি পাথর ২টা প্রায় ১ কেজি, শঙ্ক ১টি, ঘন্টা ও বিভিন্ন ধর্ম গ্রন্থের ৬টি বই কে বা কারা চুরি করে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

স্থানীয়রা জানান, রাত ১টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। শুক্রবার চুরি সংগঠিত ঘটনা শুনে বিভিন্ন ধর্র্মের লোকের ঢলনামে মন্দির প্রাঙ্গনে।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ও ডোমার থানার ওসি ঘটনাস্থল পরির্দশন করে। জিডির প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জেলা হিন্দু-বৌদ্ধ ঐক পরিষদের সভাপতি গোড়াচাঁদ অধিকারী বলেন, এ চুরির ঘটনায় আমরা হতবাক, এ ব্যপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

উল্লেখ্য, বাংলা ১৩৩৩ খ্রীষ্ঠাব্দে শ্রী দধিরাম কর্মকার এ মন্দিরটি প্রতিষ্ঠাতা করে।

এই বিভাগের অন্যান্য খবর