Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

মিয়ানমারে উদ্ধার ১৫৫ বাংলাদেশী ফিরছেন বুধবার জাতীয়কক্সবাজার

মিয়ানমারে উদ্ধার ১৫৫ বাংলাদেশী ফিরছেন বুধবার

মিয়ানমারে বঙ্গোপসাগরের ঊপকূল থেকে দ্বিতীয় দফায় উদ্ধার ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫৫ জনকে বুধবার  দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তের ঘুমধুমের জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ তাদের হস্তান্তর করবে বলে বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউলের নেতৃত্বে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দল পতাকা বৈঠকে যাবেন।

বিজিবি কর্মকর্তা রবিউল ইসলাম জানান,  গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জনকে উদ্ধার করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৮৭ জনকে দুই দফায় ফিরিয়ে আনা হয়।

এছাড়া গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দ্বিতীয় দফায় দেশটির নৌ-বাহিনী আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এদের মধ্যে বাংলাদেশি হিসেবে ১৫৫ জনকে শনাক্ত করা হয়েছে।