Opu Hasnat

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

সুনামগঞ্জে চাকরী স্থায়ী করনের দাবীতে অনিদিষ্টকালের কর্মবিরতী সুনামগঞ্জ

সুনামগঞ্জে চাকরী স্থায়ী করনের দাবীতে অনিদিষ্টকালের কর্মবিরতী

‘চাকুরী হতে ছাঁটাই বন্ধ করতে হবে’ ‘নিয়োগ পক্রিয়া চালু করতে হবে’ এই স্লোগান নিয়ে এবং চাকুরী স্থায়ী করণের দাবীতে অনিদিষ্ট কালের কর্মবিরতী করছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশ মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ।

শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের ওয়েজখালীস্থ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সতিমিতি অফিসের সামনে অনিদিস্ট কালের কর্মবিরতী পালন করেন কর্মকর্তারা। এ সময় বক্তব্য রাখেন মিটার রিডার ম্যাসেঞ্জার মো: জায়েদ মোল্লা, মো: বায়েজিদ, মো: আলফু মিয়া ও জালাল মোল্লা প্রমুখ।  এতে বিভিন্ন শ্রেনি শতাধিক লোকজন অংশ নেন।

বক্তাদের বলেন চাকুরী নিয়মিত করন করতে হবে। চুক্তি নবায়ন করতে হবে। যতদিন এই সমস্য সমাদান না হয় আমরা আরোও অনিদিষ্ট কালের কর্মবিরতী পালন করতে বাধ্য হব বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

এই বিভাগের অন্যান্য খবর