Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

নেত্রকোনায় পাখি ও পরিবেশ রক্ষায় আট গ্রামের মানুষের শপথ নেত্রকোনা

নেত্রকোনায় পাখি ও পরিবেশ রক্ষায় আট গ্রামের মানুষের শপথ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ত্রিমোহনীতে পরিবেশ ও পাখি রক্ষায় আট গ্রামের মানুষ এক হয়ে শপথ করেছে সোমবার।

কৃষক আব্দুল লতিফ এর সভাপতিত্বে পুর্বধলার আটগ্রামের কৃষক জেলে, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, আদিবাসী সহ ৩৫জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

আলোচনায় কৃষক আ: হামিদ বলেন, পাখি কমে যাওয়ার কারণে আমাদের এলাকায় পোকা ও ইদুরের আক্রমন বেড়ে গেছে। এলাকায় শীত এলেই বকপাখি মারার জন্য কিছু শিকারী ফাঁদ পাতে। বন্দুক নিয়ে পাখি শিকার করতে আসে। কিন্তু আামদের এলাকায় কোন পাখি শিকারী যাতে না আসতে পারে সে জন্য আমাদের সকলেই সজাগ থাকতে হবে। পাখি যে গাছের ফল খায় সেসব গাছ নেই রোপনের উদ্যোগ গ্রহন করবো। আমাদের প্রয়োজনেই পাখিকে বাঁচাতে হবে। আসুন পাখি বাঁচাই পরিবেশ বাচই, কৃষি বাঁচাই, আমরা বাঁচি। 

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বারসিক কর্মকর্তা ওহিদুর রহমান, শংকর, আলমগীর হোসেন, তোবারক হোসেন খোকন, কৃষক নুর মিয়া প্রমুখ।