Opu Hasnat

আজ ১ ডিসেম্বর বুধবার ২০২১,

শেরপুরে আবারও বন্যহাতির আক্রমনে বৃদ্ধা নিহত শেরপুর

শেরপুরে আবারও বন্যহাতির আক্রমনে বৃদ্ধা নিহত

আবারও শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আক্রমণে মোমেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্যহাতির হামলায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মোমেনা বেগম ওই এলাকার মৃত. ফজর আলীর স্ত্রী। এর আগে বৃহস্পতিবার রাতে কাংশা ইউনিয়নের পাহাড়ি গ্রাম পানবর ও গুরুচরণ দুধনই গ্রামে বন্যহাতির হামলায় তিনজন নিহত হন। 

এনিয়ে গত ৪৩ দিনের ব্যবধানে বন্যহাতির আক্রমণে শেরপুর সীমান্তে ৮ জন নিহত হলেন ।

তাওয়াকুচা রেঞ্জ কর্মকর্তা আশরাফ আলী জানান, শুক্রবার সন্ধ্যার পরপরই পাহাড় থেকে নেমে আসা শতাধিক বন্যহাতির একটি দল তাওয়াকুচা এলাকায় নেমে এসে ফসলি জমিতে হানা দেয়। এরপর রাত আড়াইটার দিকে পাহাড়ের কোলঘেঁষা একটি বাড়িতে বন্যহাতির দল আক্রমণ চালায়। এসময় বন্যহাতির দল ঘুমন্ত বৃদ্ধা মোমেনা বেগমকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ও আছড়ে হত্যা করে।