Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

নার্গিসের কিছুটা উন্নতি ঢাকা

নার্গিসের কিছুটা উন্নতি

সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের মুমূর্ষু অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে। খাদিজার চিকিৎসকরা জানিয়েছেন, তার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে।

আজ (৮ অক্টোবর) স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউল সাত্তার সাংবাদিকদের বলেন, ‘খাদিজা কনসাস নয়। তবে ব্যথা দিলে রেসপন্স করছে। ব্যথা দিয়ে দেখেছি, তাকাচ্ছে। ডান হাত ও পা নাড়াচ্ছে।’

খাদিজা এখনও মুমূর্ষু অবস্থায় আছে জানিয়ে তার সেরে ওঠার বিষয়ে আগাম কিছু বলা যাচ্ছে না বলে জানান বেসরকারি হাসপাতালটির মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন।

খাদিজাকে নিয়ে কোনো গুজব না রটাতে সবার প্রতি আহ্বান জানান এই দুই চিকিৎসক।

উল্লেখ্য, সিলেট মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। গত সোমবার পরীক্ষা দিতে তিনি সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

মঙ্গলবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর খাজিদাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এই বিভাগের অন্যান্য খবর