Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

সিলেটের সঙ্গে ১০ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হবিগঞ্জ

সিলেটের সঙ্গে ১০ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১০ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা-সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনায় সকাল ১০টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিলো। আজ (৭ অক্টোবর) রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল স্টেশনের কাছে শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) রুহুল আকতার খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুঘর্টনাকবলিত বগি উদ্ধার করা হয়। পরে রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, পারাবত ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ, চট্রগ্রামগামী পাহাড়িকা ট্রেন শ্রীমঙ্গল, সিলেটগামী জয়ন্তিকা ট্রেন আজমপুর ও সিলেটগামী পাহাড়িকা ট্রেন আখাউড়া স্টেশনে আটকা পড়ে। এতে ট্রেন যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।