Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

নাটোরে চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ নাটোর

নাটোরে চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

নাটোরের বড়াইগ্রামে সিএনজি চালকদের কাছ থেকে প্রকাশ্যে নিয়মিত ভাবে চাঁদা নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয় শতাধিক সিএনজি চালিত অটোরিক্সা চালক। পরে চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেয়ার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ইদানিং বনপাড়া বাইপাস এলাকায় জেলা মিশুক ও অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির জোনাইল শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে বহিরাগত কিছু লোক সমিতির নামে একটি ¯িøপ ছাপিয়ে উপজেলার প্রায় দুই শতাধিক সিএনজি অটোরিক্সা চালকের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা তুলছেন। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে লাঞ্চিত  করে গাড়ি আটকে রাখা হয়। এসব ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করার দাবীতে বৃহস্পতিবার সিএনজি চালকেরা বনপাড়া বাইপাস, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এবং জোনাইল বাজারে সড়ক অবরোধ করে। পরে তারা একই দাবীতে জোনাইল বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।    

এ ব্যাপারে বেলাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা নিয়মানুযায়ী স্লিপ দিয়ে চাঁদা নিচ্ছি। এতে কোনই অনিয়ম নেই। জেলা মিশুক ও অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির জোনাইল শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, বহিষ্কৃত একজন ব্যক্তি বহিরাগত লোকজন নিয়ে সিএনজি চালকদের হয়রানী করছে। অবিলম্বে এসব চাঁদাবাজি বন্ধ না হলে ঈদের পরে গাড়ি বন্ধ রাখা সহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। শ্রম দপ্তরের রাজশাহী বিভাগীয় যুগ্ম পরিচালক খান আখতার হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য সমিতির সভাপতি-সম্পাদককে আইনগত ভাবে সব ধরণের সহযোগিতা করা হবে। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম মহাসড়ক অবরোধের কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।