Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দুর্গাপূজাকে সামনে রেখে চলছে সুনামগঞ্জে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরীর প্রস্তুতি সুনামগঞ্জ

দুর্গাপূজাকে সামনে রেখে চলছে সুনামগঞ্জে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরীর প্রস্তুতি

‘আজি এ শারদ প্রাতে ‘মা’ আসছেন আমাদের মাঝে। প্রাণের উচ্ছাসে আজি গাইব আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাঁও জননী এসেছে দ্বারে” এই প্রতিপ্রাদ্যকে ধারন করে দক্ষিণ সুনামগঞ্জে আসন্ন দূর্গাপূজাকে সামনে  রেখে উপজেলার ৮ টি ইউনিয়নে ২৪টি মন্ডপে সনাতন ধর্মালম্বীদের মাঝে দূর্গাপূজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। 

আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে প্রতিটি পূজা মন্ডপে প্রতিমা তৈরীতে মৃৎশিল্পীরা ও পূজা ভক্তরা মা দূর্গাকে স্বাগত জানানোর অপেক্ষার  প্রহর গুণছেন। দূর্গাপূজাকে সামনে রেখে বৃদ্ধ থেকে শুরু করে ছোট্ট শিশুদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। 

এজনজরে পূজামন্ডবগুলো হচ্ছে: পঞ্চগ্রাম সার্বজনীন পূজামন্ডপ, তেঘরিয়া। সনাতন সংঘ সার্বজনীন পূজামন্ডপ পাগলা। ত্রিনয়ী পূজামন্ডপ  পালপাড়া শক্রুমর্দন পাগলা। পঞ্চপাড়া অর্নিবান পূজামন্ডপ পূর্বপাড়া শত্র“মর্দন পাগলা। মৌগাঁও সনাতন  সংঘ সার্বজনীন পূজামন্ডপ মৌগাও। অষ্টগ্রাম সার্বজনীন পূজামন্ডপ জয়কলস কালী মন্দির। লোকনাথ সার্বজনীন পূজামন্ডপ ব্রাম্মনগাঁও পাগলা।  বাবনগাঁও সার্বজনীন পূজা মন্ডপ। আন্দাবাজ  সার্বজনীন পূজা মন্ডপ আন্দাবাজ। নারাইনপুর সার্বজনীন পূজামন্ডপ নারাইনপুর। মৌখলা সার্বজনীন পূজামন্ডপ মৌখলা। অষ্টগ্রাম সদরপুর সার্বজনীন পূজামন্ডপ সদরপুর, টাইলা সার্বজনীন পূজা মন্ডপ টাইলা, নগর সার্বজনীন পূজামন্ডপ নগর। দেবগ্রাম সার্বজনীন পূজামন্ডপ দেবগ্রাম। সৈয়দপুর যুব সংঘ সার্বজনীন পূজা মন্ডপ সৈয়দপুর, মির্জাপুর সার্বজনীন  পূজামন্ডপ মির্জাপুর।  ব্রাম্মনগাঁও সার্বজনীন পূজা মন্ডপ ব্রাম্মনগাঁও পাগলা। ইমামনগর  সার্বজনীন পূজামন্ডপ ইমামনগর। পূর্ব পাগলা শ্রী শ্রী গীতা সংঘ পূজা সার্বজনীন মন্ডপ দামোধরতপী। একতা সার্বজনীন পূজামন্ডপ সলফ। মহামায়া সংঘ সার্বজনীন পূজামন্ডপ পালপাড়া শক্রুমর্দন। টাইলা যুবসংঘ র্দূগাপূজা কমিটি, কাবিলাখাই যুব সংঘ সার্বজনীন  পূজামন্ডপ কাবিলাখাই। 

জয়কলস সারদীয় দূর্গাপূজা মন্ডপ জয়কলস আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র আইন শৃংখলা পরিস্থিতি শান্ত  রাখতে উপজেলা প্রশাসন দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

এই বিভাগের অন্যান্য খবর