Opu Hasnat

আজ ২৬ জুন বুধবার ২০১৯,

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত ঝিনাইদহকুড়িগ্রাম

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ঝিনাইদহের মহেশপুরে ও কুড়িগ্রামের রৌমারীতে ২ বাংলাদেশী নিহত হয়েছেন।

আজ (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মহেশখালীর বাঘাডাঙ্গা সীমান্তে ও রৌমারীর গয়টাপাড়া সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশখালীর বাঘাডাঙ্গা সীমান্তে নিহতের নাম জসিম উদ্দিন মন্ডল (২৫)। নিহত জসিম চুয়াডাঙ্গা জেলার দর্শনার শৈলবলদিয়া গ্রামের দাউদ মন্ডলের ছেলে। 

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে:কর্নেল তাজুল ইসলাম জানান, তারা জানতে পেরেছেন বাঘাডাঙ্গা সীমান্তে ভারতের অভ্যন্তরে জসিম মন্ডল নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। তার মৃতদেহ বর্তমানে ভারতের হাসখালি থানায় রয়েছে। তবে তাদের টহলদল খোঁজ খবর নিচ্ছেন।

তিনি জানান, তার মৃতদেহ ফেরত পেতে ও কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হবে।

কুড়িগ্রাম : জেলার রৌমারীর গয়টাপাড়া সীমান্তের ১০৬১ পিলারের কাছে শুক্রবার ভোর রাতে গরু আনতে গেলে ভারতের ঝালই বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে দুখু মিয়া (২৮) এক গরু ব্যবসায়ী নিহত হন।

নিহত দুখু মিয়া উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. রফিকুল হাসান জানান, এ ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।