Opu Hasnat

আজ ২২ আগস্ট বুধবার ২০১৮,

জয়পুর হাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন জয়পুরহাট

জয়পুর হাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পারিবারিক কলহের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামে ছোট ভাইয়ের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় ছোট ভাই মুনির হোসেনকে (৩৫) আটক করেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ার হোসেনের মুত্যু হয়।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই মুনির লাঠি দিয়ে বড় ভাই আনোয়ার হোসেনকে আঘাত করলে  গুরুতর আহত হন বড় ভাই আনোয়ার। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ছোট ভাই মুনির হোসেনকে আটক করা হয়েছে।