Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

কারওয়‍ানবাজারে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার অপেক্ষায় খালেদা জিয়া রাজনীতি

কারওয়‍ানবাজারে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার অপেক্ষায় খালেদা জিয়া

 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে এসে কারওয়‍ানবাজারে অবস্থান নিয়েছেন । বিকাল চারটায় হোটেল সোনারগাঁওয়ে মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।

নির্ধারিত সময়ের অনেক আগে চলে আসায় হোটেলের কাছে কারওয়ান বাজারে প্রগতি লাইফ ইনস্যুরেন্সে ভবনে অবস্থান নেন তিনি।

রোববার বিকেল পৌনে তিনটায় তিনি তার গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে সোনারগাঁও হোটেলের উদ্দেশ্যে রওয়ানা হন।

এ সাক্ষাতে আরো অন্তত ৫ জন সিনিয়র নেতা বিএনপি প্রধানের সঙ্গী হতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

সূত্রমতে, মোদির সঙ্গে সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে থাকতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ড. আবদুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

তবে বিএনপির পক্ষ থেকে কারো নামই নিশ্চিত করা হয়নি। বলা যায়, বিষয়টি নিয়ে অনেকট‍াই রাখ রাখ ঢাক ঢাক করে আসছে বিএনপি।

দলটির চেয়ারপারসন খালেদা জিয়া আদৌ মোদির সাক্ষাত পাবেন কি না না নিয়েও টানটান নাটক জমেছিলো কয়েকদিন। মোদির সফরসূচিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার বিষয়টিই ছিলো ন‍া। শনিবার নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার আগের দিন শুক্রবার ভারতের তরফে জানানো হয়, শেষ তক মোদির সাক্ষাত ‍পাচ্ছেন খালেদা।

দলীয় সূত্রের ‍আভাস, মোদির কাছে বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন আয়োজনে ভারতের সহযোগিতা চাইবেন খালেদা জিয়া। একই সঙ্গে বিএনপি যে ভারত বিরোধী দল নয়, তাও বুঝানোর চেষ্টা করবেন তিনি।