Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার চীনের টিয়ানে-২ তথ্য ও প্রযুক্তি

বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার চীনের টিয়ানে-২

চীনের টিয়ানে-২ কে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে পর পর পাঁচ বার চীনের তৈরি সুপার কম্পিউটার বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের খেতাব পেল। সোমবার জার্মানি ফ্রাঙ্কফুর্টে সুপারকম্পিউটিং সম্মেলনে টিয়ানেকে বিশ্বের দ্রুততম কম্পিউটার হিসেবে ঘোষণা দেয়া হয়। খবর সিনহুয়ার।

টিয়ানে-২ কে বানিয়েছে চীনের চ্যাংসা ভিত্তিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিরক্ষা প্রযুক্তি। ২০১৩ সালে টিয়ানেকে প্রথমবারের মত সবার নিকট উন্মুক্ত করা হয়। 

টিয়ানে একই সঙ্গে দেশে ও বিদেশে ৪০০ গ্রাহককে সেবা দিতে পারে। উচ্চ গতির কম্পিউটিং ও ক্লাউট কম্পিউটিং সুবিধা টিয়ানেতে পাওয়া যায়।