Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

নাটোরে স্বাস্থ্যসেবার তথ্য সংগ্রহে জরীপ অনুষ্ঠিত নাটোর

নাটোরে স্বাস্থ্যসেবার তথ্য সংগ্রহে জরীপ অনুষ্ঠিত

নাটোর জেলায় স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র তুলে ধরতে জরীপ করা হয়েছে। এই কর্মসুচির আওতায় সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের গুনাড়ী গ্রাম ও ধলাট গ্রামের মোট ২৫টি পরিবারের ওপর জরীপ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ব্যবস্থাপনায় দু’টি বেরকারী উন্নয়ন সংস্থা এই জরীপ কাজ পরিচালনা করে। জরীপে রুগী, রুগীর স্বজন, চিকিৎসক, নার্স, ধাত্রী, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইদের কাছ থেকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত জাবতীয় তথ্য সংগহ্র করে নাটোরের সিভিল সার্জন অফিসে জমা দেয়া হয়েছে বলে বুধবার নাটোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নাটোর সমাজ উন্নয়ন কেন্দ্রের মনিটরিং অফিসার আজিজুর রহমান এই জরীপ কাজের মনিটরিং করেন।