Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

১৪ ফুট লম্বা কুমির শিকারী বাঘিনীর মৃত্যু অন্যান্য

১৪ ফুট লম্বা কুমির শিকারী বাঘিনীর মৃত্যু

১৪ ফুট লম্বা কুমির শিকার করে শিরোনামে এসেছিল বাঘিনী মাছলি। নাম মাছলি হলেও সে ছিল বনের রানী। কুমির শিকারের পর থেকেই ইন্টারনেটে তার নাম ‘রণথম্বরের রানি’ হিসেবে ছড়িয়ে পড়ে। হঠাৎ মারা গেল পরাক্রমশালী বাঘিনী মাছলি।  

ভারতের ন্যাশনাল পার্ক রণথম্বরের সুপার স্টারের মৃত্যু হলো মাত্র ১৯ বছর বয়সে। এই মাছলিই রণথম্বরের সেই বাঘিনী, যার ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে। এর কারণে প্রতি বছর ১০ লাখ টাকা রাজস্ব জমা হতো সরকারের খাতায়।

বিগত ১০ বছরে রণথম্বরের রানি `মাছলি`কেই দেখতে বারবার এসেছে বাঘপ্রিয় পর্যটকরা। আর সেখান থেকেই আয় হয়েছে ১ কোটি টাকা। মাছলিই ছিল রণথম্বর ন্যাশনাল পার্কের আইকন। তার হঠাৎ মৃত্যুতে শোকপ্রকাশ করেছে রণথম্বর ন্যাশনাল পার্কের কর্মীরা।